বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৩

খুলনা বিভাগে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু

Home Page » প্রথমপাতা » খুলনা বিভাগে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৩



index.jpgখুলনা প্রতিনিধি: তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ  বৃহস্পতিবার ভোর ৬টা থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি এ ধর্মঘট পালন করছে। ধর্মঘটের ফলে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ঢাকাগামী বাস-ট্রাক পরিবহন চলাচল বন্ধ রয়েছে। যার কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকাল ৭টায় ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু  জানান, দেশের বিভিন্ন ওয়েব্রিজ স্কেলে ট্রাক শ্রমিকদের কাছ থেকে ব্যাপক হারে চাঁদা আদায় হচ্ছে। এছাড়া বাস ও ট্রাক পাড়াপারে দৌলতদিয়া, পাটুরিয়া, মাওয়া ও চর জানাজাত ফেরিঘাটে সিরিয়ালেও ব্যাপক অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেয় সংশ্লিষ্ট ইজারাদাররা। সেই সাথে বিভিন্ন মহাসড়কে হাইওয়ে পুলিশ ব্যাপকহারে চাঁদাবাজি করছে। একইসাথে কোথাও বাস-ট্রাক আটক করে ডাকাতির ঘটনা ঘটলেও এজন্য ডাকাতদের না ধরে উল্টো চালক-হেলপারদেরকেই হয়রানি করে থাকে পুলিশ। এসব বিষয় নিয়ে একাধিকবার সরকারের সংশ্লিষ্ট মহলকে বলা হলেও কোন ফল হয়নি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের এসব দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলার পরিবহন শ্রমিকরা পূর্বঘোষিত এ ধর্মঘট পালন করছে।

উল্লেখ্য, সোমবার খুলনা প্রেস ক্লাসে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বুধবার পর্যন্ত প্রশাসনকে সমস্যা নিরসনের সময় বেধে দেয়। কিন্তু প্রশাসন এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না করায় এ পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৯:০০:৪৬   ৩৮৭ বার পঠিত