শুক্রবার, ২৪ মে ২০১৯

মোদি তৃতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন

Home Page » জাতীয় » মোদি তৃতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন
শুক্রবার, ২৪ মে ২০১৯



ছবি সংগৃহীত      বঙ্গ-নিউজ: ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির হাত ধরেই ঐতিহাসিক জয়ের স্বাদ পেল বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন মোদি। একই সঙ্গে ইতিহাস গড়ে ফেললেন তিনি।

এদিনের ফলাফলের পর মোদি দুটি ইতিহাস গড়েছেন। মোদিই প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি পরপর দুবার এই পদে আসীন হতে চলেছেন। দ্বিতীয় রেকর্ডটি আরো চিত্তাকর্ষক। নরেন্দ্র মোদিই হতে চলেছেন তৃতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হলেন। এর আগে এই রেকর্ড ছিল কংগ্রেসের দখলে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন।

নেহেরুর রেকর্ড বজায় রাখেন তার মেয়ে ইন্দিরা। তিনিও পরপর দুবার প্রধানমন্ত্রী হন। তারা দু’জনেই শরিক দলের সাহায্য ছাড়াই ম্যাজিক ফিগার স্পর্শ করে সরকার গঠন করেন। ইতিহাসের পুনরাবৃত্তি হলো ২০১৯ সালে। সেটা বিজেপির নরেন্দ্র মোদির হাত ধরে। গতবারের থেকে আসনও বেড়েছে বিজেপির। ২০১৪ সালে ২৮২টি আসন পায় মোদির দল। এবার তিনশো পার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৩৩   ৪৫৯ বার পঠিত   #  #  #  #  #  #