বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
প্রখ্যাত শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীত গুরু খালিদ হোসেন আর নেই
Home Page » জাতীয় » প্রখ্যাত শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীত গুরু খালিদ হোসেন আর নেই
স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: নজরুল সংগীতের প্রখ্যাত শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীত গুরু খালিদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বুধবার (২২ মে) রাত ১০.১৫ মিনিটে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে আসিফ হোসেন। তিনি বলেন, ‘হাসপাতালের আনুষ্ঠানিকতা সেরে রাতেই মরদেহ মোহাম্মদপুরের বাসায় নেওয়া হবে।’
বৃহস্পতিবার পৈত্রিক বাড়ি কুষ্টিয়ার কোটপাড়ায় তাকে দাফন করা হবে বলে জানান আসিফ। দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত এ শিল্পী সম্প্রতি কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত ৪ মে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
প্রসঙ্গত, খালিদ হোসেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. উত্তম কুমার বড়ুয়ার অধীনে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ শিল্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন এই ডাক্তার।
বাংলাদেশ সময়: ৭:৫১:৩৭ ৫৭২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম