
বুধবার, ২২ মে ২০১৯
জাল আর ভেজালের পঙতি - ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » জাল আর ভেজালের পঙতি - ম, বজলুর রাহমান
জাল ! আর ভেজাল-
এই দুইয়ে, জীবন বেসামাল।
ভেজাল নাই, কিসে !
বুঝি, খুঁজলে পাওয়া যাবে বিষে।
হা হতোস্মি! সারা দেশ জিম্মি।
জাল দলিল জাল নথি, জাল টাকা
মুক্তিযোদ্ধা সনদেও, তঞ্চকতা।
চেনে কার সাধ্য, হোটেল রেঁস্তোরায় অখাদ্য।
ভেজাল পন্য, নামীদামী ব্রান্ডেও।
ফল যত- দুধ জুস, খেজুর
সব কিছুই, কেমিক্যালে ভরপুর।
ফরমালিন দেয়া মাছ।ঘি দই, খাদ্য সম্ভার
ত্রাহি! অবস্হা ভয়ঙ্কর!
জীবন বাঁচায় যে ঔষধ, পানীয় জল
সেখানেও নকল, ভেজাল।
অনন্য উপমায় ধন্যদেশ
যেখানে কীর্তিমানেরা, খাদ্যে মেশায় বিষ।
আহা! স্বগত রসাতল…
অবাক চেয়ে রয়, মহাকাল।
পাছে জাগে, সততার ঘোর আকাল।
বয়ে যায় বেলা, ঘনায় আঁধার
দেরি নয় আর-
খুনিদের ফাঁসির দাবিতে, হই সোচ্চার।
—————————————-
২০ মে, ২০১৯।
বাংলাদেশ সময়: ১৯:১০:২১ ৬৭০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম