রবিবার, ১৯ মে ২০১৯
মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করে আদেশ জারি
Home Page » জাতীয় » মন্ত্রিসভায় পুনর্বিন্যাস করে আদেশ জারি
স্বপন চক্রবর্তী,বঙ্গ- নিউজ:মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হয়েছে। রোববার (১৯ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে অন্তত তিন জন মন্ত্রীর দায়িত্বভার কমেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, একাদশ সংসদের মন্ত্রিসভায় ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মোস্তাফা জব্বারকে কেবল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রাখা হয়েছে। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জুনাইদ আহমেদ পলক একই দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মন্ত্রীর দায়িত্বে থাকা তাজুল ইসলাম এখন কেবল স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যও এখন কেবল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
এ বছরের ৭ জানুয়ারি গঠিত বর্তমান মন্ত্রিসভা গঠন হয়। তখন এর সদস্য সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী (প্রধানমন্ত্রীসহ), ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭:৫২:১২ ৫৬১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম