রবিবার, ১৯ মে ২০১৯
দু’একজন কৃষক ভাবাবেগে আগুন দিয়েছে, এ মুহূর্তে ধানের দাম বাড়ানো সম্ভব নয়: কৃষিমন্ত্রী
Home Page » এক্সক্লুসিভ » দু’একজন কৃষক ভাবাবেগে আগুন দিয়েছে, এ মুহূর্তে ধানের দাম বাড়ানো সম্ভব নয়: কৃষিমন্ত্রী
বঙ্গ-নিউজ: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দু’একজন কৃষক ভাবাবেগে আগুন দিয়েছে, সারা দেশে দিচ্ছে না। ধানের দাম নিয়ে যে সমস্যা হয়েছে তা দ্রুতই সমাধান করা হবে। ধানের দাম নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন আছেন। তবে এ মুহূর্তেই ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে নেই। তবে, ইমিডিয়েট সমাধান হচ্ছে, যদি ধান রফতানিতে যাই। রফতানিতে যাওয়ার চেষ্টা করবো। হারভেস্ট হয়ে গেলে সিদ্ধান্ত নেব। এ সমস্যার সমাধান করবো। উৎপাদন বৃদ্ধি, মিল মালিকেরা আমন চাল বিক্রি করতে পারেনি বলে দাম কম।
আজ শনিবার (১৮ মে) রাজধানীর আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: কৃষিখাতের চ্যালেঞ্জ’ নিয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ধানের দাম কম হলেও এটি সমাধানের চেষ্টা করছে সরকার। এজন্য তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে চাল রফতানির চিন্তাভাবনা করা হচ্ছে। ধান কাটা সম্পন্ন হলে এই বিষয়ে একটা পদক্ষেপ নেয়া হতে পারে। এছাড়াও কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রীকীকরণ এবং বাণিজ্যিকীকরণের মাধ্যমেও এখন যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধানের উদ্যোগ নেয়া হবে। এ মুহুর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে নেই। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। এটা নিয়ে তিনি খুবই চিন্তিত উল্লেখ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য করণীয় সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর রাখছেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। সরকারের নেয়া পদক্ষেপের কারণে দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে অকে বেশি ধানের ফলন হয়েছে। ফলে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে হতাশ হওয়ার কোন কারণ নেই। দেশে অধিক ধান উৎপাদন এখন বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৫২:৫৩ ৫১১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম