শনিবার, ১৮ মে ২০১৯

কার্তিকের কুকুর - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » কার্তিকের কুকুর - ম, বজলুর রাহমান
শনিবার, ১৮ মে ২০১৯



ম, বজলুর রাহমান

 

 

হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ যত
অবিকল, মানুষেরই মতো।
আজ, সমাজের বুকে আতঙ্ক
কিছু, মনুষ্য নামের কলঙ্ক।

বিবেকের আকাশ মেঘাচ্ছন্ন
বেআব্রু চক্ষু মূর্ধা, শিশ্ন।
যেন কেউ নেই; থামাবার, এই
সন্তপ্ত চরাচরে
রিরংসার বৃষ্টি ঝরে।
অবিরাম সে বর্ষণ
নিত্য, ঘৃণ্য ধর্ষণ।

জ্বালে মশাল, দুপুর
মানুষ নামের-
কিছু, কুকুর।

ধিক,শত ধিক, ওদের মুখে পড়ুক
ন্যুড়ো ঝ্যাটা, সামাজিক মুগুর।

ওরা, কার্তিকের কুকুর
—————————–
১৮ মে, ২০১৯।

বাংলাদেশ সময়: ২১:৩৯:২১   ৮৫১ বার পঠিত   #  #  #  #  #  #