শুক্রবার, ১৭ মে ২০১৯

ফণীর ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আসতে চলেছে ঘূর্ণিঝড় মহাসেন

Home Page » এক্সক্লুসিভ » ফণীর ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আসতে চলেছে ঘূর্ণিঝড় মহাসেন
শুক্রবার, ১৭ মে ২০১৯



 ছবি:ইন্টারনেট থেকে

বঙ্গ-নিউজ: শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আসতে চলেছে ঘূর্ণিঝড় মহাসেন। আবহাওয়া অফিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মহাসেন আছড়ে পড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে।

মহাসেনের প্রভাব পড়বে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। এর প্রভাবে বজ্রপাতসহ ঝড় ও প্রবল বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের চট্টগ্রামের কাছে খেপুপাড়া এবং টেকনাফের মধ্যে দিয়ে মিয়ানমারে প্রবেশ করবে। আগামী তিনদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষ ও প্রশাসনকে প্রাকৃতিক দুর্যোগের জন্য তৈরি থাকতে বলেছেন নাগাল্যান্ডের হোম কমিশনার টেমজেন টয়।

বাংলাদেশ সময়: ১০:২৯:৪৭   ৫৬৭ বার পঠিত   #  #  #  #  #  #