মঙ্গলবার, ১৪ মে ২০১৯

পাকিস্তানে কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য নিহত

Home Page » অর্থ ও বানিজ্য » পাকিস্তানে কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য নিহত
মঙ্গলবার, ১৪ মে ২০১৯



কোয়েটা শহরে বোমা বিস্ফোরণবঙ্গ-নিউজঃ পাকিস্তানের কোয়েটা শহরে একটি মসজিদের কাছে বোমার বিস্ফোরণে অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্যসহ নয়জন আহত হয়েছেন।

সোমবার রাতে রাস্তার পাশে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

কোয়েটার ডেপুটি ইন্সপেকটর জেনারেল (ডিআইজি) আবদুল রাজ্জাক ছেমা জানান, মোটরসাইকেলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে একটি পুলিশভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে পাকিস্তান তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

রমজানের শুরু থেকেই পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এরইমধ্যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

মাত্র তিন দিন আগে বন্দরনগরী গওয়াদরের একটি পাঁচ তারকা হোটেলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা হামলা চালায়। ওই হামলায় হোটেলের এক নিরাপত্তা রক্ষীসহ অন্তত পাঁচজন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭:১২:৩২   ৬৫৩ বার পঠিত   #  #  #