রবিবার, ১২ মে ২০১৯

ক্ষমা করো মা- হাজেরা বেগম

Home Page » আজকের সকল পত্রিকা » ক্ষমা করো মা- হাজেরা বেগম
রবিবার, ১২ মে ২০১৯



 ফাইল ছবি

ক্ষমা করো মা———
হাজেরা বেগম—————
~~~~~~~~~~~~~~~~~~
মা তুমি,মমতাময়ী স্নেহময়ী রূপ তোমার
—-মা তোমার বাহুতে যে বিশাল আদর
—-তোমার বুকের মধ্যে যে উষ্ণতার বহর
—তোমার অনুভবের তীক্ষণতায় যে ধার
——আমার তৃষ্ণা পেলে বুঝো তুমি সত্বর

মা বন্ধু তুমি,যখনই আমি হেরে যেতে নেই
—তোমার শিক্ষার আদর্শে উজ্জীবিত হই
—তোমার মায়াবী চোখের শান্তির পরশে
-তোমার ভালোবাসার শক্তি আর শাসনে
—ঘিরে রাখো আনন্দময় বিশ্বাসের ডানায়

দাও মা,দাও মেলে তোমার স্নেহের আঁচল
যেথায় দাড়িয়ে হবো পর্বত সমান অবিচল
———-জানি আজ তুমি নেই পাশে তবু-
—-এ মন বলে তোমার দু’চোখের আদুরে

———-আশীর্বাদের অজর ঝর্ণা ধারায়
——-আছি আমি ভালোবাসার আঁধারে

মা তুমি আজ যে খানেই থাকো,আমাকে
তোমার ভালোবাসার আঁচলে রেখো
—————-প্রার্থনা করি দু’হাত তুলে-
——তোমার আত্মার শান্তি হউক—
ক্ষমা করো মা,আমার সকল অপরাধ—
(মাতৃদিবসে আমার মা এবং সকল মা এর প্রতি শ্রদ্ধা নিবেদন)

হাজেরা বেগম

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৮   ৮০২ বার পঠিত   #  #  #