শনিবার, ১১ মে ২০১৯

৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইটঃ হাব

Home Page » অর্থ ও বানিজ্য » ৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইটঃ হাব
শনিবার, ১১ মে ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আগামী ৪ জুলাই থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। এছাড়া ১৭ আগস্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন। খবর ইউএনবির

গত মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রীদের অর্ধেক বহন করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

এ বছর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে হজ যাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের।

এর আগে, সৌদি আরবে পৌঁছানোর পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হজযাত্রীদের ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩৩   ৫২৫ বার পঠিত   #  #  #  #  #