শনিবার, ১১ মে ২০১৯

রোববার বিকেল থেকে বৃষ্টি শুরু হতে পারে

Home Page » আজকের সকল পত্রিকা » রোববার বিকেল থেকে বৃষ্টি শুরু হতে পারে
শনিবার, ১১ মে ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  দেশের বিভিন্ন স্থানে রোববার বিকেল থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। :

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ ঢাকা,রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, রোববার বিকেল থেকে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং সোমবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে।

তাপমাত্রা পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পা

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫৬   ৫৬৩ বার পঠিত   #  #  #