শনিবার, ১১ মে ২০১৯

পানসে জীবন- তাহমিনা বেগম

Home Page » সাহিত্য » পানসে জীবন- তাহমিনা বেগম
শনিবার, ১১ মে ২০১৯



 তাহমিনা বেগম

এতো কিপটেমী কেন গো
সামান্য ভালোবাসাই তো
দিতে যদি এতো সংশয়!
মুছে ফেলো নাম ইরেজারের ঘর্ষনে।

চাইনে অনুকম্পার চাহনি
জানি সবই জানি
বদলে ফেলেছ হৃদয়ের মমতা
কিসের নেশা কি আকর্ষণে!

এখন চলছে বর্ষার ভরা যৌবন
চোখ উপছে জলে টলমল
নাহ নেই কোনো বিকর্ষন
সে বিদায় নিয়েছে কখন!

কদম,কেকা সবই পানসে
জীবন সে তো নামে আছে
ঘুঙুরে শব্দ যেন আছড়ে পড়ছে
হৃদয়ের দুকূল ছাপিয়ে।

পানসে জীবনে ব্যাকুলতা,আকুলতা
সবকিছুই খেই হারিয়েছে
তবুও মোহহীন এ বেঁচে থাকা
অনন্তের পথ চেয়ে।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৫৭   ১০০৩ বার পঠিত   #  #