শুক্রবার, ১০ মে ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
শুক্রবার, ১০ মে ২০১৯



ছবি বঙ্গ-নিউজ
বঙ্গ-নিউজঃ আজ ১০ মে শুক্রবার, ২০১৯, ২৭ বৈশাখ ১৪২৬, ৪ রমজন ১৪৪০  হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি।  ১৫০৩ - কলম্বাস কেম্যান দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। ১৮৫৭ - ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু : সিপাহী বিপ্লব। ১৯১৬ - আমস্টারডামে শিপপোর্ট জাদুঘর খোলা হয়। ১৯৩৩ - বার্লিনের রাজপথে ফ্যাসিস্ট হিটলারের নাৎসি বাহিনী প্রায় সব বিশ্বখ্যাত লেখকের বই পুড়িয়ে দেয়। ১৯৪০ - জার্মান বাহিনী হল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গ আক্রমণ করে। ১৯৪১ - ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়। ১৯৭২ - বাংলাদেশ আইএমএফের সদস্যপদ লাভ করে।

জন্মঃ ১৭৬০ - ফরাসি জাতীয় সঙ্গীতের গীতিকার ক্লদ জোসেফ রুজে দ্য লিল। ১৭৭৪ - ভারতের আধুনিক চিন্তার অগ্রনায়ক রাজা রামমোহন রায়। ১৮৬৩ - উপেন্দ্রকিশোর রায় চৌধুরী বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ। ১৯০৫ - কণ্ঠশিল্পী পঙ্কজ মল্লিক। ১৯৭৪ - সিল্‌ভ্যাঁ উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়।

মৃত্যুঃ ১৯৮৫ - সাহিত্যিক প্রমথনাথ বিশী। ১৯৯৮ - গজল সম্রাট তালাত মাহমুদ।

তথ্য সূত্র  অনলাইন

বাংলাদেশ সময়: ১০:৪৬:৪৪   ৫৫২ বার পঠিত