সোমবার, ১ জুলাই ২০১৩
“মহাকাশে যাচ্ছে টকিং রোবট”
Home Page » এক্সক্লুসিভ » “মহাকাশে যাচ্ছে টকিং রোবট”বঙ্গ- নিউজ ডটকমঃ নভোচারীদের সঙ্গে রোবটের কথা বলার মাধ্যমে মহাকাশ অভিযানে যুক্ত হচ্ছে নতুন ইতিহাস।মহাকাশে মানুষের সঙ্গে কথা বলার জন্য ‘টকিং রোবট’ পাঠাচ্ছে জাপান। সংবাদবিষয়ক ওয়েবসাইট স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের কিরোবো প্রকল্পের একদল বিজ্ঞানী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কাজ করার জন্য বানিয়েছে রোবটটি।
৪ অগাস্ট ট্যানেগাসিমা মহাকাশ কেন্দ্র থেকে রোবটটি আইএসএসে পাঠানো হবে। কইচি ওয়াকাটা হবেন আইএসএসের প্রথম জাপানি কমান্ডার। আইএসএসে তার আগমন উপলক্ষে প্রথম পরীক্ষামূলকভাবে রোবটের সঙ্গে মানুষের কথা হবে।
কিরোবোর প্রকল্প ম্যানেজার ফুমিনোরি কাটাওয়াকা বলেন, “আমি একটি ভবিষ্যৎ তৈরি করতে চাই, যেখানে মানুষ এবং রোবট একত্রে বসবাস করতে পারবে।”
কিরোবো রোবটটি লম্বায় হবে ১৩ ইঞ্চি এবং এর ভর প্রায় এক কেজি।
বাংলাদেশ সময়: ২১:০২:৫৮ ৪০৩ বার পঠিত