বৃহস্পতিবার, ৯ মে ২০১৯

রমাদ্বানের প্রার্থনা - ম বজলুর রাহমান

Home Page » বিনোদন » রমাদ্বানের প্রার্থনা - ম বজলুর রাহমান
বৃহস্পতিবার, ৯ মে ২০১৯



ম, বজলুর রাহমান

 

 মাহে রমাদ্বান-

মহান রবের করুণা অফুরাণ।
ভবের সপ্ত সিন্ধু পাড়ে
পড়ে আছি।যেতে হবে, একা ফিরে!
কী নিয়ে যাব , ওপারে!
শুধু বাড়িয়েছি পাপের বোঝা
পথ নয়, অত সোজা।

জাগে ভয় সন্তাপ; কি করে দেব, হিসাব!
যা কিছু সঞ্চয়। পরপারে মূল্যহীন
মিথ্যা মোহে, কাটিয়েছি দিনানুদিন।
জ্বালানো আছে, সাত আখা…
নেই এসি, কোন বিদ্যুতের পাখা।

রজব মাস হতে করেছি দোয়া, দয়াময়
রমজানের রহমত মাগফিরাত নাজাত, যেন নছিব হয়।
ত্রিশ রোজার ত্রিশ ফযীলত, আরও যত
তৌফিক দিও, যেন নিতে পারি; অবিরত।
আমার দান সাহরি ইফতার
কবুল কর। তোমার ক্ষমা যে, বান্দার পাপের চেয়েও বড়।
তোমার হুকুম পালন করে, স্নেহের দান
যেন নিতে পারি; মার্জনা পরিত্রাণ।

রমাদ্বান, তোমাকে, আহলান ওয়া সাহলান।
৬ মে, ২০১৯।

****************

বাংলাদেশ সময়: ১২:০৬:৫২   ৬১২ বার পঠিত   #  #  #  #  #  #