বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
ন ষ্ট বী জ - ম,বজলুর রাহমান
Home Page » বিনোদন » ন ষ্ট বী জ - ম,বজলুর রাহমান
ঘটনাপ্রবাহ। অহরহ।
শঙ্কিত, শিশু বালিকা নারী
জনপদে বুঝি, লেগেছে ধর্ষণের মহামারী।
রোজ রোজ সেই, একই গদ্য।
বিচারহীনতায় বাড়ছে ওরা, দিনে দিনে অপ্রতিরোধ্য।
কারও আকাঙ্খার বলি হয়ে, চলে যায়
বলা ভাল; চলে যেতে হয়।
কত হালিমা তনু আর নুসরাতদের, অসহায়।
জীবনের পরাজয়…
চলন্ত গাড়ি আলিশান বাড়ি, আঙিনা
পামরদের বধ্যভূমির, নেই কোন সীমানা।
কুৎসিত পরশন। লজ্জা লুকাতে আত্মহনন।
সেই সব মোহনার খোঁজ। দুচোখে স্বপ্নের ভিড়
পায়না এতটুকু মূল্য।নষ্ট নীড়।
দুর্ভাগ্য গুরুভার।নেই প্রতিকার।
দিবাচর খুনি; দোসর মান্যবর। সাথে কুলটা রমনী।
আশকারা মাশকারা, ধামাচাপা
লম্বা হাতে আগুয়ান মুদ্রামামা।
যতই হোক, উদযাপন আর উল্লাস
ধর্ষিতার রক্ত ঘামে লেখা হবে, ওদের সর্বনাশ।
ইতিহাস আবর্তে, বারে বারে
পাপ ছাড়েনা কাহারে।
৮ মে ,২০১৯ ।
**************
বাংলাদেশ সময়: ১১:৫৫:১২ ৬৪২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম