সোমবার, ৬ মে ২০১৯
হোটেলে কাজ করে এসএসসিতে উর্ত্তীণ!
Home Page » সারাদেশ » হোটেলে কাজ করে এসএসসিতে উর্ত্তীণ! আল-আমিন সালমান, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ ও কলেজের ছাত্র রাকেদ মিয়া।সে ধর্মপপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।ছোটকালে তার বাবা মারা যায়। রাকেদের বাবা মারা যাওয়ার পর সে তাদের পরিবারের দায়িত্বভার বাল্য বয়সে গ্রহন করে। কখনো তেলের ডিপোতে,কখন চায়ের দোকানে আবার কখনো বা খাবার হোটেলে সল্প বেতনে চাকুরি করে নিজের পরিবারে খরচ ও পড়াশোনা চালিয়েছে সে।২০১৯ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.২২ পেয়ে উর্ত্তীণ হয়েছে।তার পড়াশোনার জন্য বিশেষভাবে বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা করেছে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমেদ।
আজ দুপুরে এসএসি পরীক্ষার রেজাল্ট ঘোষনার পর তার সাথে কথা হয় মধ্যনগর বাজারের ভাই ভাই হোটেলে। ঐ হোটেলে সে কাজ করে।রাকেদ প্রতিবেদকে জানায়,যখন তার বয়স দুবছর তখন তার বাবা মারা যায়। তারপরে তিন বোনের বিয়ে হয়,বড় ভাই সে তাকে নিয়েই ব্যাস্ত।বর্তমানে তার মা রংবানু কে নিয়ে তার সংসার।সে আরোও বলে আমি কোনোদিন নিয়মিত ক্লাস করতে পারিনি এবং অর্থের অভাবে কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে পারিনি।সারাদিন কাজ শেষে রাতে একটু পড়ার সময় পেয়েছি।আমি হয়তো জিপিএ ৫.০০পায়নি। এজন্য আমার কষ্ট নেই।অর্জিত জিপিএ ৩.২২ আমার কাছে গোল্ডেন এপ্লাসের সমান।আমি আমার পড়াশোনাকে আরোও চালিয়ে নিতে চাই।মানুষের মতো মানুষ হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরন করতে চাই।
বাংলাদেশ সময়: ১৯:২৮:২১ ৮০৯ বার পঠিত