সোমবার, ৬ মে ২০১৯
বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনেবঙ্গ-নিউজঃ আজ সোমবার,৬ মে ২০১৯, ২৩ বৈশাখ ১৪২৬, ২৯ শাবান ১৪৪০ হিজরি। আজকের এই দিনে পৃথিবীতে ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলি। ১৮৪০- ইংল্যান্ডে প্রথম ডাকটিকেট চালু হয় । ১৮৮৯ - প্যারিসের আইফেল টাওয়ার সকলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। ১৯৯৪ - ব্রিটিশ রাণী এলিজাবেথ ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতেরাঁ দুই দেশের মধ্যে চ্যানেল টানেল উদ্বোধন করেন।
জন্মঃ ১৮১২ - রবার্ট ব্রাউনিং, একজন ইংরেজ কবি ও নাট্যকার। ১৮৫৬ - সিগমুন্ড ফ্রয়েড, প্রখ্যাত অষ্ট্রীয় মনোবিজ্ঞানী। ১৯৩২ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশী লেখক।
মৃত্যুঃ ১৫৮৯ - তানসেন, উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, আকবরের সভার নবরত্নের অন্যতম। ১৯৩০ - রজতকুমার সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা। ১৯৫২ - রেবতী মোহন বর্মণ, বিংশ শতাব্দীর বাঙালি লেখক। ২০১১ - কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। ২০১৫ - নভেরা আহমেদ, বাংলাদেশি ভাস্কর। (জ. ১৯৩৯)
তথ্য সূত্র উইকিপিডিয়া
বাংলাদেশ সময়: ৬:৪১:১৫ ৫১৯ বার পঠিত