রবিবার, ৫ মে ২০১৯

বাংলার বীরকন্যা- প্রীতিলতা :জি এম মাসুদ

Home Page » বিনোদন » বাংলার বীরকন্যা- প্রীতিলতা :জি এম মাসুদ
রবিবার, ৫ মে ২০১৯



 প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি।


ব্রিটিশদের কবল থেকে দেশকে স্বাধীন করার জন্য বিপ্লবী আন্দোলনের সূচনা থেকেই অনেক দেশপ্রেমিক নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হন । সেই অগ্নিযুগের এক বীরকন্যা- ‘‘প্রীতিলতা ওয়াদ্দেদার’’ ।
দেশের জন্য আত্মাহুতি দেয়ার মূহুর্তে ‘প্রীতিলতা’ লিথেছিলেন- ‘‘মাগো অমন করে কেঁদো না । দেশ যে পরাধীন । বিদেশীদের অত্যাচারে জর্জরিত । দেশমাতা যে শৃঙ্খলভারে অবনতা, লাঞ্ছিতা, অপমানিতা । আমি সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি ।”
বীরকন্যা ‘প্রীতিলতা’র জন্ম ১৯১১ সালের ৫ মে । বাবা-মা আদর করে ডাকতেন ‘রাণী’ । মেধাবী ছাত্রী রাণী চট্টগ্রামের অপর্ণাচরণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন । কি করে পরাধীন দেশকে মুক্ত করা যায়, এ ছিল তার ধ্যানচিন্তা । প্রীতিলতা দেশের স্বাধীনতার জন্য নিজেকে গড়ে তোলার পাশাপাশি বিপ্লবীদের প্রশিক্ষিত, অণুপ্রাণিত ও উজ্জীবিত করেছেন । নিজেও সরাসরি বিপ্লবী তৎপরতায় অংশ নিতে শুরু করেন । 
১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে পাহাড়তলীতে ব্রিটিশ ও ইউরোপিয়ান ক্লাব আক্রমনে সফল হয়ে ফিরে আসার পথে গুলিবিদ্ধ আহত হন । ধরা পড়ার আশংকায় সঙ্গে রাখা বিষ থেয়ে আত্মহননের পথ বেছে নেন ।

জি এম মাসুদ

বাংলাদেশ সময়: ২১:১৬:৪৭   ৫৫৩ বার পঠিত   #  #  #  #  #  #