
রবিবার, ৫ মে ২০১৯
ফ নী’ : ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » ফ নী’ : ম, বজলুর রাহমান’
ফনী। ছিলাম শংকিত, প্রহর গুনি।
দিন ক্ষণের ঘোষণা; আবার দেবে হানা।
আয়ুরেখা বরাবর। দুর্বিনীত ঝড়।
উপকূলে বৈশাবীর, ভাষান্তর।
এই, শঙ্খচিল শালিকের দেশে
শিয়রে দুর্যোগ রেখে, মানুষ ঘুমায় কায়ক্লেশে।
আমরা তো, শুধুই বেঁচে আছি
মৃত্যু দাঁড়িয়ে থাকে, নিবিড় কাছাকাছি্।
অনেক আগেই, দুঃখিনী -’মা’
পাঁজরে বেনিয়া বর্গী পাক-হানাদারদের কমড়ের ঘা।
তুমি ছিটাও নুনের ছিটা। বারবার
কখনও নার্গিস রেশমি আইলা, সিডর।
আবার এলে! তুলি মহাফনা
প্রলয়ে মাতালে হাওয়া, জলের কণা।
মৃত্যু তান্ডব আর ক্ষতিই ক্ষতি
জীবনভর ওতেই তোমার সুমতি।
কেন
আস বারংবার; বেহায়ার মতো?
দোহাই, রসো! এবার হও সংযত।
বায়ু হিক্কা কায়ার, তা যে নামেই হোক
এসো না; নিয়ে প্রলয় রঙ চোখ।
ধবংশের নবাঙ্কুর! অশনির হাতছানি
এবারের ক্ষণযাত্রায় নাম নিয়েছিলে-’ফনী”
**************
বাংলাদেশ সময়: ২১:০৬:৩১ ৭২১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম