সোমবার, ১ জুলাই ২০১৩
” দাওয়াত না দেওয়ায় ছাত্রলীগের ভাঙচুর”
Home Page » বিবিধ » ” দাওয়াত না দেওয়ায় ছাত্রলীগের ভাঙচুর”বঙ্গ- নিউজ ডটকমঃ কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজের নবীণ বরণ অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষে ভাঙচুর করেছে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুইজন শিক্ষক আহত হন।
সোমবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকরা হলেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান স্বপন কুমার ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্র্থীদের পরিচিতি ক্লাস চলাকালীন কলেজ ছাত্রাবাস ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক তাইফুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী অডিটোরিয়াম ঢুকে সব শিক্ষার্থী ও শিক্ষকদের বের হয়ে যেতে বলেন।
এ সময় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছাত্রলীগ কর্মীরা উপাধ্যক্ষ ও পরে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৭ ৩৫০ বার পঠিত