রবিবার, ৫ মে ২০১৯
মধ্যনগরে বোয়ালা হাওরে বাঁধ ভেঙ্গে পানি ঢোকছে
Home Page » সারাদেশ » মধ্যনগরে বোয়ালা হাওরে বাঁধ ভেঙ্গে পানি ঢোকছেস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার ঘোড়াডোবা বোয়ালা হাওরে বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করছে।এই নিয়ে হাওর অঞ্চলের কৃষকেরা অত্যান্ত চিন্তিত।
গত দুদিনে ফনীর প্রভাবে সুনামগঞ্জের হাওরে ভারী বৃষ্টি হয়।এতে করে পাহাড়ি ঢলে বোয়ালা হাওরের গলহা গ্রামের কাশেম খালি দিয়ে পানি ঢোকছে।
কৃষকেরা জানানা,আমাদের ঘোড়াডোবা বোয়ালা হাওরের এখনো ৩০ভাগ পাকা ধানের জমি কাটার বাকি আছে।বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে। আমরা শ্রমিক সংকটের কারনে ফসল কেটে ঘরে তুলতে পারছিনা।এমনিতেই আমাদের হাওরে বোরো ফসলে ব্লাস্ট আক্রান্ত করেছে।এতে করে জমিতে ফলন কম হয়েছে।যদি আমাদের এই ফসল ডোবে যায় তাহলে আমরা নিঃশ্ব হয়ে যাব।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:০২ ৬৬৬ বার পঠিত #ক্ষতি #বোয়ালা হাওরে #মধ্যনগর #৩০ বরো