শনিবার, ৪ মে ২০১৯
ঘূর্ণিঝড় ফণীর শঙ্কা আপাতত আর নেই:আবহাওয়া অধিদপ্তর
Home Page » জাতীয় » ঘূর্ণিঝড় ফণীর শঙ্কা আপাতত আর নেই:আবহাওয়া অধিদপ্তর
বঙ্গ-নিউজ: আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেছেন, ঘূর্ণিঝড় ফণীর শঙ্কা আপাতত আর নেই, রবিবার (৫ মে) থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।
আজ শনিবার (৪ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সামছুদ্দিন আহমেদ বলেন, শঙ্কা আপাতত কেটে গেছে। আবহাওয়া একটু ভালো হলেই লোকজনকে সাইক্লোন সেন্টার ছাড়তে বলা হবে।
তিনি জানান, ঘূর্ণিঝড়টি ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গা অতিক্রম করছে। এটি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে এগোচ্ছে।
আশার কথা হল আজ শনিবার (৪ মে) আওয়ামী লীগ সভাপতির ধানণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে ফণী অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
তবে আজ বিকেলে সত্যি সত্যি আশার আলো জানালেন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আর কোন শঙ্কা নেই ফণী
নিয়ে। বাংলাদেশের ভূখণ্ড থেকে ফণী কেটে গেছে।
সামছুদ্দিন আহমেদ বলেন, স্থানীয় প্রশাসনকে বলে দেয়া হয়েছে আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়ি ফিরে যেতে পারেন। কেননা, আর ফণীর আশঙ্কা নেই।
আবহাওয়া পরিচালক বলেন, ঘূর্ণিঝড় ফণী নিয়ে আশঙ্কা আপাতত কেটে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে জনগণকে তার নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার জন্য ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে। আর কোন সংকট নেই বাংলাদেশের ভূখণ্ডে।
এ সময় তিনি আরও বলেন, ফণীর কারণে পুরো দেশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। তবে আর কোন বিপদের সমক্ষণ হতে হবে না। ৭ নম্বর বিপদ সংকেত কমিয়ে চট্টগ্রাম, মংলা ও পায়রাবান্দা সমুদ্র বন্ধরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৬ ৬৪৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম