বৃহস্পতিবার, ২ মে ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
বৃহস্পতিবার, ২ মে ২০১৯



 ফাইল ছবি 

বঙ্গ-নিউজঃ আজ ২ মে বৃহস্পতিবার, ২০১৯ । ১৯ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।  ২৫  শাবান ১৪৪০  হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি ১১১২ - চীনা জ্যোতির্বিদরা সূর্যের অভ্যন্তরে কালো বায়বীয় বস্তুর অস্তিত্ব লক্ষ করেন। ১৬১৩ - রাশিয়ার মিচাইল রুমানভের রাজত্বের সূচনা হয়। ১৯৪১ - ইরাক ও বৃটেনের মধ্যে যুদ্ধের সূচনা হয়। ১৯৪৫ - সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে নেয়। ১৯৪৫ - ইতালিতে মোতায়েন প্রায় ১০ লক্ষ জার্মান সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করে।

জন্মঃ ১৯২১ - সত্যজিৎ রায়, বাংলা সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রকর ও চলচ্চিত্র পরিচালক। ১৯২৯ - এদুয়ার বালাদুর, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৭৫ - ডেভিড বেকহ্যাম, ইংরেজ ফুটবলার। ১৯২৮- ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ।

মৃত্ঃ ১৫১৯ - লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। ১৯৭৭ - মাহমুদা খাতুন সিদ্দিকা, বাঙালি কবি। ১৯৮০ - ক্ল্যারি গ্রিমেট, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার। ২০১১ - ওসামা বিন লাদেন, সন্ত্রাসবাদী গেরিলা যোদ্ধা এবং আল-কায়দা এর প্রতিষ্ঠাতা।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:২২   ৫৪২ বার পঠিত