বুধবার, ১ মে ২০১৯

১লা মে ও অগাষ্ট স্পিচ- রূপকথা

Home Page » সাহিত্য » ১লা মে ও অগাষ্ট স্পিচ- রূপকথা
বুধবার, ১ মে ২০১৯



ফাইল ছবি
আমরা শ্রমিক আমরা মুজুর
করবোনা আর মালিকদের হুজুর হুজুর।
আমাদের ও আছে অধিকার
কাজে সম্মান ও ন্যায্য মজুরী পাবার।
আমরা শোষিত আমরা চির বঞ্চিত
আমাদের ঘাম ঝরা পয়সা মালিকেরা করে সঞ্চিত।
১৮৮৬ সালের আমেরিকার শহর হে
লক্ষ লক্ষ বজ্রকন্ঠে ধ্বনিত হয়েছে
সময় আট ঘন্টা ও কাজের ন্যায্য মুজুরী দে
মানেনি শাসক শ্রেণি করেছে শোষণ
অগাস্ট স্পিচসহ ৬ জনকে মেরে
আমেরিকার মাটিকে করেছে দূষণ।
অগাস্টের নিঃশব্দতা হয়েছে শব্দময়
তাই আজ সারা বিশ্বে শ্রমিক মজুদের হয়েছে জয়।
যুগে যুগে অগাস্টরা চিরস্মরণীয় অম্লান
১লা মে এলে সবাই জানায় তাদের সম্মান।
ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা তাদের নাম
সারা বিশ্বের শ্রমিক গায় তাদের জয়গান।

রূপকথা

বাংলাদেশ সময়: ১৬:৫১:০৩   ৭০১ বার পঠিত   #  #  #  #