
বুধবার, ১ মে ২০১৯
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! তার ব্যক্তিগত দুএকটি তথ্য!
Home Page » বিনোদন » ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! তার ব্যক্তিগত দুএকটি তথ্য!
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ‘পিতৃভূমি’ সিনেমায় জিৎ এর বোনের চরিত্রে অভিনয় করে সিনেমায় পথচলা শুরু শুভশ্রীর। এরপর দেব এর সঙ্গে ‘চ্যালেঞ্জ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। আজ আমাদের আয়োজন শুভশ্রী গাঙ্গুলীর অজানা কিছু তথ্য নিয়ে-
১) ১৯৮৯ সালের ৩ নভেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন শুভশ্রী।
২) উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
৩) ২০১৮ সালের ৬ মার্চ পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী।
৪) বর্ধমান মিউনিসিপিএল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি।
৫) ফেসবুকে শুভশ্রীর প্রায় ২৭ লক্ষ ফলোয়ার রয়েছে।
৬) শুভশ্রী মোট ১৬টি সিনেমায় অভিনয় করেছেন এবং ৪ বার পুরস্কার পেয়েছেন।
৭) সিনেমা প্রতি তিনি ১২-১৫ লক্ষ টাকা নিয়ে থাকেন। মাসিক আয় ১৫ লক্ষ টাকা।
৮) বাস্তব জীবনে তিনি খুবই লাজুক। চুপচাপ থাকতে পছন্দ করেন।
৯) শুভশ্রীর প্রিয় অভিনেতা উত্তম কুমার।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫৮ ১০৫৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম