
বুধবার, ১ মে ২০১৯
‘শ্রমিকের জয়োগান’_হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
Home Page » সাহিত্য » ‘শ্রমিকের জয়োগান’_হাওরকবি জীবন কৃষ্ণ সরকার
যাদের অক্লান্ত শ্রমে, ঘামে
তৈরি হয় সোনার ফসল,
তৈরি হয় বাবু,সাবদের মুখের অন্ন,
তাঁদেরকে আমরা কতটুকুই বা মূল্যায়ন করতে পারি?
গাহি তাঁদেরি জয়োগান-
যাদের রাত-বিরাত খাঁটুনির ফলে তৈরি হয় আমাদের পরিধানের বস্ত্র,যা ব্যবহারে আমরা হই অভিজাত,
তাঁদেরকে এই নিষ্ঠুর সমাজ কতটুকুই বা মূল্যায়ন করতে পারে?
গাহি তাঁদেরি জয়োগান-
যাদের অপরিমেয় চেষ্টার দরুণ
আমাদের সন্তান,সন্ততিগণ হয়ে ওঠে পূর্ণ জ্ঞানের অধিকারী
হয়ে ওঠে সমাজ নির্ধারণকারী,
চালিয়ে যায় গবেষণা,আবিষ্কার,করে নতুন নতুন উদ্ভাবন।
এই সমাজ কি তাঁদের ন্যায্য পারিশ্রমিক দেয়?
সময় এসেছে জাগবার, জাগাবার,
তাইতো বলতে ইচ্ছে হয়
“তোমার শ্রমেই পাবে সম্মান হবেনাকো ম্লান,
সেদিনটি আর নয়কো দূরে
গাইবে যেদিন বিশ্বজুড়ে
শ্রমিকের জয়োগান।
০১/০৫/১৭
লক্ষীপুর,বিশ্বম্ভরপুর
বাংলাদেশ সময়: ১৪:১১:৪৩ ৪৬৩ বার পঠিত