বুধবার, ১ মে ২০১৯
মে দিবস তাঁদের কাছে মেলার দিবস
Home Page » প্রথমপাতা » মে দিবস তাঁদের কাছে মেলার দিবস
বঙ্গ-নিউজঃ পাথর ভাঙছেন শ্রমিক শফিকুল ইসলাম (বামে)। ছবি: তাফসিলুল আজিজপাথর ভাঙছেন শ্রমিক শফিকুল ইসলাম (বামে)। ছবি: তাফসিলুল আজিজশ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। কিন্তু এ দিবসের অর্থ সবার কাছে সমান নয়। ৬০ বছর বয়সী পাথরভাঙা শ্রমিক শফিকুল ইসলামের কাছে মে দিবস মানে মেলা!
শফিকুল ইসলাম বলেন, ‘হুনছি মে দিবসে মেলা বসে। এই সব জেনে আমাদের লাভ অইব কী? সব দিনই আমরার লাগি সমান।’ গত সোমবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে চামড়াবন্দর ঘাটে তপ্ত রোদে ভারী এক হাতুড়ি দিয়ে বড় বড় পাথরে আঘাত করতে করতে এসব কথা বলেন শফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ৯:৪৮:২০ ৫৫৬ বার পঠিত #bangla news #bongo-news #labour's day #online news #মে দিবস