বুধবার, ১ মে ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন তালুকদারকে অনুদান প্রদান
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন তালুকদারকে অনুদান প্রদানবঙ্গ-নিউজঃবঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলজার হোসেন তালুকদারকে ২২ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে গোলজার হোসেন তালুকদারের পক্ষে তার পুত্র মাশহুদুল মান্নানের হাতে অনুদানের চেক তুলে দেন।
জানা গেছে, গোলজার তালুকদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, নেত্রকোনা জেলার মোঃ গোলজার পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার প্রতিবাদকারী হিসেবে তৎকালীন সরকারের হুলিয়া নিয়ে চার বছরের অধিক সময় আত্মগোপন করেছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৫৩:০২ ৫৫৫ বার পঠিত