মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

সুচিন্তিত কৌশলের অংশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন না

Home Page » প্রথমপাতা » সুচিন্তিত কৌশলের অংশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন না
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন না বলে নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছেন বিএনপি থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত ৪ সদস্য। সোমবার বিকেলে সোয়া পাঁচটার দিকে তাঁরা সংসদ ভবনে গিয়ে শপথ গ্রহণ করেন।

ফখরুল বলেন, কৌশলের অংশ হিসেবেই বিএনপির বাকি সাংসদেরা শপথ নিয়েছেন। তিনি যে সংসদে যাবেন না, এটাও তাঁর কথায়, সুচিন্তিত কৌশলের অংশ।

শপথ নেওয়া থেকে বিরত থাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে সময় চেয়ে আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন সোমবার। স্পিকারের দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্পিকারের কাছে পাঠানো চিঠিতে মির্জা ফখরুল শারীরিক অসুস্থার কারণে শপথ গ্রহণে সময়সীমা বাড়ানোর আবেদন জানান।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪৮   ৫৫৩ বার পঠিত   #  #  #  #  #  #