মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৮( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-১১) :জালাল উদদীন মাহমুদ

Home Page » বিনোদন » আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৮( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-১১) :জালাল উদদীন মাহমুদ
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯



জালাল উদদীন মাহমুদ

আম্রকুঞ্জের বাহিরে সৈন্য মোতায়নের বিষয়টি ভিতরে অবস্থানরত বিম্বিসার টের পেয়ে গোপালকে ডেকে মগধে দ্রুত যাওয়ার নির্দেশ দেয় । বৈশালী আক্রমণ করে তা দখল করা ছাড়া রাজার আর গত্যন্তর নাই। মগধ থেকে সেনা নিয়ে এসে বৈশালী আক্রমণ করাই তার মূল উদ্দেশ্য ।

প্রতীকি ছবি

আম্রপালীর প্রেমে তিনি এই কদিন জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন । তার খেসারত হয়তো এখন দিতে হবে। অন্যদিকে আম্রপালীও রাজার প্রেমে বিভোর। কিন্তু এ সময় প্রেমের চেয়ে তার দেশ প্রেমই বড়ও হয়ে উঠলো। শুধু তার জন্য বৈশালী শক্তিশালী মগধরাজার অধীনে চলে যাবে –এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। একদিকে মহারাজা বিম্বিসারের প্রেম অন্যদিকে বৈশালীর স্বাধীনতা । প্রেম বড় না দেশ বড় ? কি করবে এখন আম্রপালী ? (ক্রমশ:)

বাংলাদেশ সময়: ৯:২৬:২৪   ৭৩৭ বার পঠিত   #  #  #  #  #  #