সোমবার, ২৯ এপ্রিল ২০১৯

মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

Home Page » প্রথমপাতা » মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। বাড়িটির ভেতর থেকে গুলির শব্দ শোনা গিয়েছে। কেয়ারটেকার সহ ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার (২৮ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩ টার দিকে মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিংয়ে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান, এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়েই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর ভোর ৫ টার দিকে বড় বিস্ফোরণ ঘটে।

মুফতি মাহমুদ খান জঙ্গি আস্তানার সামনে সকাল সোয়া ৭টার দিকে তিনি বলেন, ‘বিস্ফোরণের আগে হ্যান্ডমাইকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে ভেতরে ঠিক কতজন জঙ্গি রয়েছে-তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, একাধিক জঙ্গি রয়েছে।’

তিনি বলেন, ‘জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা করা হচ্ছে। এজন্য রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষা করা হয়। হ্যান্ডমাইকে কথা বলার চেষ্টা করা হয়েছে। ভোর ৫ টার দিকে বড় বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর এই মুহূর্তে ঠিক কি অবস্থা তা বলা যাচ্ছে না।’

র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট আসার পর অভিযান শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘টিনশেড একটি বাড়িতে জঙ্গিদের আস্তানা। পাশে মসজিদ। তবে নিরাপত্তার স্বার্থে আশপাশে অবস্থিত ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ৮:৩২:৩০   ৪৬৯ বার পঠিত   #  #  #  #  #  #