রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৬ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-৯):জালাল উদদীন মাহমুদ
Home Page » বিনোদন » আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৬ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-৯):জালাল উদদীন মাহমুদআম্রপালীর অনুরোধে মহারাজ ধাক্কা দিয়ে দরজা খুলে তাজ্জব বনে গেলেন।সম্রাট অবাক হয়ে দেখলেন তাঁর বিশ বছর বয়সের একটি বিশাল ছবি দেয়ালে টানানো । । আম্রপালী ছবির দিকে ইঙ্গিত করে ব্যাকুল কন্ঠে বললেন, ‘ছবির এই রাজপুত্রই কি আপনি ?’ । মহারাজ বললেন এ ছবি আমারই। এ কথা শুনে আম্রপালী আকুল হয়ে বললো, ‘ধন্য আমি মহারাজ আমি আজ ধন্য হলাম । আপনার শৌর্য-বীর্যের কথা অনেক শুনেছি । আপনি অনেক রাজ্য জয় করেছেন। আপনার রাজ্য জয়ের প্রায় সমস্ত কাহিনী আমার মুখস্ত । আমি আপনাকে না দেখেই আপনার ভক্ত হয়ে আছি। মনে মনে ভাল বেশেও ফেলেছি। আজ আপনার সঙ্গীত-সুরেও আমাকে মুগ্ধ করলেন । কোন সম্রাট যে এতো মধুর করে গাইতে জানে ,বাজাতে জানে এ আমার ধারনাতেই ছিল না । আপনার গলায় সুর। হাতে সেতার আবার অন্য হাতে তরবারী । কি নেই আপনার? আমার বিশ্বাসই হচ্ছে না, সম্রাট বিম্বিসার আজ স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে । মহারাজ আম্রপালীর কথায় মোহিত হলেন। একান্তভাবে কাছে টেনে নিলেন। হঠাৎ করেই তার মনে হলো এই অপ্সরী ছাড়া পৃথিবী সবকিছুই তার কাছে নিরর্থক । তিনি আম্রপালীকে নিজ বাহুবন্ধনে জড়িয়ে ফেললেন । আর আম্রপালী তো তার ছোঁয়ায় মোমের মত গলেই গেছেন। ভুলে গেলেন তারা জগতের সবকিছূ।
কিন্তু জগতের তো অন্যরুপও আছে। আম্রপালীর রাজ্য বৈশালীতে জানাজানি হয়ে গেল শত্রু রাজ্যের মগধ রাজ তিন দিন ধরে আম্রকুঞ্জে আছেন । খবরটি বৈশালীর রাজাদের কানেও পৌঁছে যায়, গুপ্তচরের মাধ্যমে। তাঁরা বিম্বিসারকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় । (ক্রমশঃ)
বাংলাদেশ সময়: ১৭:৫৫:০২ ৮৯৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম