শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
মধ্যনগরে ইয়াবাসহ গ্রেফতার ১
Home Page » সারাদেশ » মধ্যনগরে ইয়াবাসহ গ্রেফতার ১স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা (দঃ)ইউনিয়নের দুলাশিয়া গ্রামের মৃত সুুরত আলীর ছেলে বজলু মিয়া(৩৭) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
২৫শে এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় মধ্যনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহেষখলা-মধ্যনগর সংযোগ সড়কের কাছ থেকে তাকে গ্রেফতার করে।
মধ্যনগর থানার এএসআই আবুল হাসানাত জানান,রাতেই গ্রেফতারকৃত আসামী বজলু মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৮ ১২৪৯ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ