শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার ১৩ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।  ১৯  শাবান ১৪৪০  হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি। ১৯১৫ - যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে (secret treaty of London) ইতালিকে ব্রেনার গিরিপথ (Brenner pass) পর্যন্ত ত্রেন্তিনো (Trentino), তিরোল (Tirol), ইস্ত্রিয়া (Istria), ডালমাসিয়া (Dalmatia), দোদেকানিজে (Dodecanese) দিতে সম্মত হয়। ১৯৩৩ - সালের এই দিনে নাৎসিদের কুখ্যাত ‘গোপন রাষ্ট্রীয় পুলিশ’ বা গেস্টাপো বাহিনী গঠন করা হয়। ১৯৩৭ - স্পেনের গৃহযুদ্ধকালে জার্মান বিমান থেকে গুয়ের্নিকায় বোমা বর্ষণ করা হয়। ১৯৩৯ - ফ্রাঙ্কোর বিমান হামলায় গোয়ের্নিক শহর ধ্বংস : পিকাসো ক্ষুব্ধ : ‘গোয়ের্নিকা’ ছবি পরিকল্পিত। ১৯৫২ - পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা হয়। ১৯৫৪ - সালের এই দিনে উত্তর কোরিয়া, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৫টি রাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা জেনেভায় কোরিয়া সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। ১৯৬১ - ফরাসি সেনাবাহিনীতে বিদ্রোহ ব্যর্থ হয়। ১৯৬২ - ইঙ্গ-আমেরিকান প্রথম উপগ্রহ এরিয়েল উৎক্ষেপিত। ১৯৬৩ - লিবিয়ার সংবিধানে গৃহীত হয় নারীদের ভোটাধিকার। ১৯৬৬ - তাসখন্দে জোরালো ভূমিকম্পে শহরটি ধসে পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। ১৯৮৬ - সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেনের প্রিপিয়াত শহরে অবস্থিত চেরনোবিল নিউক্লীয় শক্তি উৎপাদন কেন্দ্রে দূর্ঘটনা ঘটে। ১৯৯১ - মাদকাশক্তির দায়ে বিশ্বননন্দিত ফুটবল তারকা দিয়াগো মারাদোনাকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৪ - তিন শতকের বর্ণ বৈষম্য ভেঙ্গে দক্ষিণ আফ্রিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ - ইহুদীবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে পরিচালিত অপারেশন ‘গ্রেপস অব রেথ’ গুটিয়ে নিতে বাধ্য হয়।

জন্মঃ ১৭৮৫ - জন জেমস আদোবান বা জঁ-জাক ওদিবোন, ফরাসি-আমেরিকান পক্ষীবিজ্ঞানী, প্রকৃতিবাদী, শিকারী এবং চিত্রকলাকার। (মৃ. ১৮৫১) ১৭৯৮ - ওজেন দ্যলাক্রোয়া, ফরাসি চিত্রকর। (মৃ. ১৮৬৩) ১৮৭৯ - ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৫৯) ১৮৮৪ - আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক। (মৃ. ১৯৬৭) ১৮৮৯ - লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রীয় দার্শনিক। (মৃ. ১৯৫১) ১৮৯৫ - খাজা হাবিবুল্লাহ, ঢাকার পঞ্চম ও শেষ নবাব। (মৃ. ১৯৫৮) ১৮৯৭ - নীতীন বসু, বাঙালি চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৬) ১৯২৪ - নারায়ণ সান্যাল, বাঙালি লেখক। (মৃ. ২০০৫) ১৯৩৩ - ক্যারল বার্নেট, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, গায়িকা ও লেখক। ১৯৪৯ - জগৎজ্যোতি দাস, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা। (মৃ. ১৯৭১) ১৯৯৯ - লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকান প্রমিলা ক্রিকেটার।

মৃত্যুঃ ১৯২০ - শ্রীনিবাস রামানুজন, ভারতীয় গণিতবিদ। (জ. ১৮৮৭) ১৯৩২ - বিল লকউড, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৬৮) ১৯৮৯ - লুসিল বল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক। (জ. ১৯১১) ২০০৩ - ইউন হিয়ন সক, দক্ষিণ কোরীয় সমাজকর্মী। (জ. ১৯৮৪)

ছুটি ও অন্যান্যঃ বিশ্ব মেধা সম্পদ দিবস ৷

তথ্য সূত্র অনলাইন, উইকিপিডিয়া

বাংলাদেশ সময়: ১১:০৪:২৪   ৬৩৯ বার পঠিত