বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯

স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় জিডি করলেন এরশাদ

Home Page » প্রথমপাতা » স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় জিডি করলেন এরশাদ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯



ফাইল ছবি:হুসেইন মোঃ এরশাদ

বঙ্গ-নিউজ: স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মিথুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জিডি নম্বর ১৫০২। এর ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহ।

জিডিতে উল্লেখ করা হয়েছে, তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাঠ, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে। এ কারণে তিনি মনে করেন অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।

বাংলাদেশ সময়: ৮:২৯:৫৪   ৫৭৭ বার পঠিত   #  #  #  #  #  #