বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার   । ১২ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।  ১৮  শাবান ১৪৪০  হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি। ১৭৯২ - প্যারিতে সর্বপ্রথম গিলেটিন স্থাপিত হয়। ১৮৫৯ - ঐতিহাসিক সুয়েজ খাল খনন শুরু হয়। ১৯০১ - যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে নিউইয়র্কে আটোমোবাইল প্লেট চালু হয়। ১৯৬৬ - ভয়াবহ ভূমিকম্পে তাসখন্দ শহর বিধ্বস্ত হয়। ১৯৭৫ - ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত।

জন্মঃ ১৮৪৮ - টম আর্মিটেজ, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯২২) ১৮৭২ - চার্লস বার্জেস ফ্রাই, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৫৬) ১৮৭৪ - গুলিয়েলমো মার্কোনি, ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী। (মৃ. ১৯৩৭) ১৮৮৬ - চার্লস কেলেওয়ে, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৪৪) ১৯০০ - ভোল্‌ফগাং পাউলি, অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৫৮) ১৯২৭ - অ্যালবার্ট উদেরজো, ফরাসি কমিক বই লেখক। ১৯৩০ - রয় মার্শাল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৯২) ১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চচলচ্চিত্র অভিনেতা। ১৯৪৬ - তালিয়া শায়ার, মার্কিন অভিনেত্রী। ১৯৫৯ - অমিত চাকমা, বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ। ১৯৬৪ - জেমি সিডন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট কোচ। ১৯৬৯ - রানে জেলওয়েগার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক। ১৯৮০ - ব্রুস মার্টিন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। ১৯৯০ - অ্যান্ড্রু পয়েন্টার, আইরিশ ক্রিকেটার।

মৃত্যুঃ ১৭৭৪ - অ্যান্ডার্স সেলসিয়াস, সুয়েডীয় জ্যোতির্বিদ। (জ. ১৭০১) ১৯৭৩ - বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ. ১৯০৯) ১৯৭৫ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক। (জ. ১৯০৪) ১৯৯৫ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (জ. ১৯১১) ২০০৭ - লেস জ্যাকসন, (জ. ১৯২১)

তথ্য সূত্র অনলাইন,উইকিপিডিয়া

বাংলাদেশ সময়: ৬:২৭:০৫   ৭০৬ বার পঠিত