মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ ২৩ এপ্রিল ২০১৯ সোমবার  । ১০ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।  ১৬  শাবান ১৪৪০  হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি ।১৬৬১ - ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে ২য় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন। ১৮২৬ - তুর্কিরা সিসোলাস্টি দখল করে নেয়। ১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্তবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন। ১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সেদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়। ১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্টিত হয়। ১৯৬১ - ১৯৪০ এর দশকের সেনাপতির পোষাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গ্যল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভুত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন। ১৯৬৮ - নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয়, এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়। ১৯৭৭ - সংবিধান পঞ্চম সংশোধন।

জন্মঃ ১৭৯১ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি। ১৮৫৮ - ম্যাক্স প্লাঙ্ক, অন্যতম সেরা জার্মান পদার্থবিজ্ঞানী।
১৮৫৮ - অভিনেতা লী মেজরস।
মৃত্যুঃ ১৬১৬ - কবি ও নাট্যকার শেক্সপিয়ার। ১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার। ১৮৫০ - কবি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ। ১৯৯২ - সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর।

তথ্য সূত্র অনলাইন

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১১   ৪৪৮ বার পঠিত