সোমবার, ২২ এপ্রিল ২০১৯

আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১২ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-৫):জালাল উদদীন মাহমুদ

Home Page » বিনোদন » আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১২ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-৫):জালাল উদদীন মাহমুদ
সোমবার, ২২ এপ্রিল ২০১৯



 

জালাল উদদীন মাহমুদ   

   পাশের রাজ্য বৈশালীর রুপসী নর্তকী আম্র-পালী কে পেতে চাইলেন মগধ (বরর্তমানে ভারতের বিহার রাজ্য) রাজা বিম্বিসার । প্রয়োজনে তিনি বৈশালী রাজ্য আক্রমণ করে আম্র-পালীকে তার কাছে নিয়ে আসতে প্রস্তুত । কিনতু মন্ত্রী গোপাল যুক্তি দেখালেন আম্র-পালীর মত সামান্য একজন নর্তকীর জন্য পর রাজ্য আক্রমণ করা শোভনীয় নয়। রাজা বিম্বিসার তখন মন্ত্রী গোপালকে পাল্টা প্রশ্ন করলেন। রাজা:- গোপাল দেখ , আম্র-পালী কিন্তু নিজের ইচ্ছায় পতিতা হয নাই। তাকে জোর করে বেশ্যা পেশায়  জড়ানো হয়েছে। দুর্ভাগ্য তার।

প্রতীকি ছবি

  মন্ত্রী:-দুর্ভাগ্যই হোক ,আর যাই হোক সে এখন একজন পতিতা। এটাই এখন বাস্তব।

রাজা:-মন্ত্রী গোপাল , তুমি যাই বল আমি একবার তার সাথে দেখা করতে চাই। শত্রুরাজ্য বৈশালী আক্রমণ করে তা দখল করা ছাড়া তো আর উপায় দেখিনা।

মন্ত্রী:- দেখা করার জন্য বৈশালী আক্রমনকে আমি কোনভাবেই সমর্থন করতে পারছি না।

রাজা:- তা হলে কিভাবে দেখা করবো?

মন্ত্রী:-মহারাজ ,আপনি যদি চান তো আপনার সাথে তার দেখা করানোর একটা ব্যবস্থা করা যেতে পারে ।

রাজা:-কিভাবে ?

মন্ত্রী:- আগামী কাল সন্ধ্যায় প্রস্তুত থাকবেন , মহারাজ । বাদবাকি ব্যবস্থা আমিই করবো।

রাজা:- কিন্তু কিভাবে ? তাতো আগে বলবে?

মন্ত্রী:- বিষয়টি আমার উপরই ছেড়ে দেন মহারাজ।

রাজা:- তুমি কি করবে ? তাছাড়া আম্র-পালীর রাজ্য বৈশালী তো আমার চরম শত্রু। তারা আমার অনুরোধে আম্র-পালীকে আমার রাজ্যে পাঠাবেনা। আর আমাকে তাদের রাজ্যে দেখতে পেলে তারা আমাকে মেরে ফেলবে।

মন্ত্রী:- মহারাজ কি আমার উপর আস্থা হারিয়ে ফেলেছেন। কাল সন্ধ্যায় প্রস্তুত থাকবেন । আমি সব ব্যবস্থা করে রাখবো। বিষয়টি অত্যন্ত গোপনীয় –এমন কি আজ আপনাকেও তা জানানো যাবেনা।

মন্ত্রী গোপালের উপর রাজা বিম্বিসারের গভীর আস্থা ছিল। তবু রাজা বুঝতে পারলো না আম্রপালীকে আনয়নের জন্য মন্ত্রী কি ফন্দি করছেন।মন্ত্রীকে আর কিছু জিজ্ঞেস করলেন না বটে , কিন্তু নানা প্রকার চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে থাকলো । মন্ত্রী তাকেই বা সবকিছু বলছে না কেন? গোপনীয়তার জন্য ? না অন্য কিছু। সে কি আম্রপালীকে অপহরণ করে আনতে চায় ? তা কিভাবে সম্ভব ? সেখানে তো পাহারা আছে। তাকে রেডী থাকতেই বা বলছে কেন? না কি আম্রপালীর বদলে অন্য কাউকে হাজির করবে ? এতদুর সাহস কি সে পাবে ? নাকি বিপদে ফেলে আমার রাজ্য মন্ত্রী নিজেই দখল করতে চায়। আরো হাজার কথা ভাবলেন কিন্তু রাজা কিছু অনুমান করতে পারলেন না। পাঠকবর্গ আপনারা কি কিছু অনুমান করতে পারছেন ? অনুমান করতে না পারলে আমি তো আছিই। তবে মন্ত্রী কি ফন্দি করেছিল –এটা কিন্তু আজ জানা যাবেনা । জানা যাবে পরের পর্বে। (ক্রমশঃ)  

 

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৩   ৭৭৭ বার পঠিত   #  #  #  #  #  #