সোমবার, ২২ এপ্রিল ২০১৯

বারাক ওবামা শ্রীলঙ্কার বোমা হামলার নিন্দা জানালেন

Home Page » প্রথমপাতা » বারাক ওবামা শ্রীলঙ্কার বোমা হামলার নিন্দা জানালেন
সোমবার, ২২ এপ্রিল ২০১৯



 

 ছবি:ইন্টারনেট থেকে   বঙ্গ-নিউজ: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে রয়েছেন ৩৫ বিদেশি নাগরিক। নিহত বিদেশি নাগরিকদের বেশিরভাগই ভারত ও পাকিস্তানের নাগরিক।

শ্রীলঙ্কার এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এক টুইট বার্তায় তিনি বলছেন, এটা মানবতার ওপর এক হামলা। হামলার শিকার এবং শ্রীলংকার জনগণের জন্য প্রার্থনা করছেন বলে টুইটে উল্লেখ করে বারাক ওবামা।

ছবি:ইন্টারনেট থেকে    রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ৬টি গির্জা ও শহরের প্রধান দু’টি হোটেলকে লক্ষ্য করে ইস্টার সানডে’র অনুষ্ঠান চলার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কোন জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণ ঘটায় তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২:৩৭:৫২   ৪৩৭ বার পঠিত   #  #  #  #  #  #