রবিবার, ২১ এপ্রিল ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
রবিবার, ২১ এপ্রিল ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ ২১ এপ্রিল ২০১৯ রবিবার  । ৮ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।  ১৪ শাবান ১৪৪০  হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি ।  ৭৫৩ - রোম নগরীর প্রতিষ্ঠা। ৮২৯ - সেক্সশান এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৫২৬ - পানি পথের প্রথম যুদ্ধ। ১৯৫২ - লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু। ১৯৬২ - আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু। ১৯৭৫ - ভারতের ফারাক্কা ব্যারেজ চালু।

জন্মঃ ১৮২৮ - হিপোলালিটি টেইনি, প্রখ্যাত ফরাসী শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক। ১৮১৬ - ইংরেজ ঔপন্যাসিক ও কবি শার্লট ব্রন্টে। ১৯৪৫ - শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন, ভারতীয় ক্রিকেটার এবং আম্পায়ার। ১৯৬৬ - সঙ্গীতশিল্পী ও সুরকার মাইকেল ফ্রান্টি।

মৃত্যুঃ ১৯১০ - স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স, একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তিনি অবশ্য ‘মার্ক টোয়েইন’ নামে বেশি পরিচিত। ১৯৩৮ - আল্লামা ইকবাল, পাকিস্তানের প্রখ্যাত কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ। ১৯৬৫ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। ১৯৮৪ - মোহাম্মদ মোদাব্বের, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক। ২০১৩ - শকুন্তলা দেবী, একজন ভারতীয় লেখক এবং মানব ক্যালকুলেটর। ২০১৫ - পূর্ণদাস বাউল, ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী। ২০১৫ - জানকীবল্লভ পট্টনায়ক, একজন রাজনীতিবিদ এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ৭:১২:০৭   ৭০৬ বার পঠিত