সোমবার, ১৮ মার্চ ২০১৩
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নিউইয়র্কে সমাবেশ
Home Page » প্রথমপাতা » যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নিউইয়র্কে সমাবেশবাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের ফাঁসির দাবীতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্ক গণজাগরণ মঞ্চ।
সেখান থেকে বিক্ষোভকারীরা জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে একটি স্মারকলিপিও পাঠিয়েছেন।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে ঢাকায় গণজাগরণ মঞ্চের যে আন্দোলনের শুরু হয়েছে, তার সাথে সংহতি প্রকাশ করে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশী সাংবাদিক লাভলু আনসার।
তিনি বিবিসি বাংলাকে বলছেন, নিউইয়র্কে প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও কয়েকশত মানুষ এই সমাবেশে অংশ নেন।
তিনি বলছেন, মুলত প্রবাসী শিক্ষার্থীদের আয়োজনে এই সমাবেশটি হলেও, সেখানে নিউইয়র্ক ও আশেপাশের অঙ্গরাজ্য থেকে অনেক পেশাজীবি প্রবাসীরা এসে যোগ দেন।
সমাবেশটিতে অভিভাবকদের সাথে এসেছিল অনেক শিশুও।
এই সমাবেশ থেকে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে একটি স্মারকলিপিও পাঠানো হয়েছে, বলছেন মি. আনসার।
সুত্রঃ বিবিসি বাংলা
বাংলাদেশ সময়: ১০:৩১:৪০ ৪৯০ বার পঠিত