শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
মধ্যনগরে ভীষণ ক্ষতিগ্রস্থ চাষীরা!
Home Page » বিবিধ » মধ্যনগরে ভীষণ ক্ষতিগ্রস্থ চাষীরা!স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগরের হাওর গুলোতে বোরো ফসলে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ চাষীরা। বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিল চাষীরা। কিন্তু বর্তমানে আশানুরূপ ফসল না হয়ওাতে চাষীদের অবস্থা শোচনীয়।
চাষীরা জানান, অনান্য বছরের মতো এই বছর আমাদের মধ্যনগর অঞ্চলের হাওর গুলোতে ধানের ফসল উৎপাদন ভীষণ ক্ষতিগ্রস্থ হয়েছে।যেখানে প্রতিবছর আমরা কিয়ার প্রতি ১৫-২০ মন করে ধান উৎপাদন করি সেই জমিতে উৎপাদনের পরিমান কিয়ার প্রতি ৪-৬ মন।উৎপাদিত ধানের স্থানীয় বাজার দর মণপ্রতি ৫০০-৫৫০টাকা। এছাড়াও রয়েছে ধান কর্তনের জন্য শ্রমিক সংকট।কিয়ার প্রতি ফসল কর্তনের জন্য দিতে হচ্ছে ২০০০-২৫০০ টাকা।এই অবস্থায় আমাদের মধ্যনগর অঞ্চলের কৃষকের অবস্থা শোচনীয়।মহাজনের কাছ থেকে চক্রবৃদ্ধি হারে টাকা নিয়ে আমাদের ফসলের আবাদ করেছি।এখন আমাদের সংসার চালানো জটিল অবস্থার শিকার হচ্ছে।অনেকেই আবার তাদের গৃহপালিত পশু সল্পমূল্যে বিক্রি করে পরিবারের খরচ ও মহাজনের ঋন পরিশোধ করছে।
সাধারন মানুষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষভাবে আবেদন,বিগত বছর গুলোর মতোই যেন হাওর অঞ্চলের কৃষকের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
হাওর কবি জীবন কৃষ্ণ সরকার বলেন,"হাওরে সরকারের বিশেষ বিশেষজ্ঞ নিয়োগ জরুরী হয়ে পড়েছে।তাহলে হাওরে এধরনের সমস্যা অনেকটা লাঘব করা সম্ভব হবে বলে আমি মনে করি।তবে বর্তমান ক্ষতিগ্রস্থদের সরকারের বিশেষ সহায়তা প্রদানের দাবি জানাচ্ছি।"
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন,এই বছর বোরো ফসল আবাদের আগেই হাওরের পানি কমে যাওয়াতে কৃষক তার জমিতে সঠিক সময়ে সেঁচের ব্যাবস্থা করতে পারেনি।আবহাওয়ার প্রতিকুল পরিবেশের কারনে হাওরের ফসল গুলো প্রাকৃতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:২৯:০৪ ৯২৩ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ