শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার  । ৬ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।  ১২ শাবান ১৪৪০  হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি ।  ১৪৫১ - দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন। ১৫৩৯ - জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন। ১৭৭৫ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু। ১৭৮২ - নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়। ১৮৩৯ - লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লাভ। ১৯১৯ - আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠা। ১৯৪৮ - মায়ানমার জাতিসংঘে যোগদান করে। ১৯৫৪ - পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত। ১৯৫৪ - পাকিস্তান গণপরিষদ কর্তৃক বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা।
১৯৭৫ - ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উ‍ৎক্ষেপণ করা হয়।

জন্মঃ ১৩২০ - পর্তুগালের রাজা প্রথম পেদ্রো। ১৯৩১ - ফ্রেড ব্রুক্‌স, মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী। ১৯৩৩ - ডিকি বার্ড, ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ছিলেন। ১৯৫১ - অভিনেতা জাফর ইকবাল। ১৯৮৭ - মারিয়া শারাপোভা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যুঃ ১৮২৪ - লর্ড বায়রন, এ্যাংলো-স্কটিশ কবি। ১৮৮২ - চার্ল্‌স্‌ ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রথম বিবর্তনবাদ এর ধারণা দেন। ১৯১৪ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক। ১৯৫৮ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক। ১৯৫৮ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার। ১৯৭৪ - আইয়ুব খান, পাকিস্তানী সেনাপতি ও রাষ্ট্রপতি।

তথ্য সূত্র অনলাইন

বাংলাদেশ সময়: ১৪:০৭:৪৪   ৪৩৭ বার পঠিত