শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯

ধর্ষণের মহোৎসব : রনজিত চাঙমা (১৯/৪/২০১৯ইং)

Home Page » বিনোদন » ধর্ষণের মহোৎসব : রনজিত চাঙমা (১৯/৪/২০১৯ইং)
শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯



রনজিত চাঙমা

 

ধর্ষণ শব্দটি একটি বিকৃত রুচির উলঙ্গ বটে
যা বলতে গেলেও লজ্জায় জিহবা কাটে,
কিন্তু এখন দেখতে দেখতে শুনতে শুনতে
আর ঠিক তেমন আর মনে হয় না বটে।
ধর্ষণের বহু মাত্রিকতায় আজ মহোৎসব চলে
নারী,কন্যা,যুবতী,শিশু,বৃদ্ধা ধর্ষিতা হয় পথে ঘাটে
যত্র তত্র পড়ে থাকে তাদের ক্ষত বিক্ষত লাশ
ধর্ষিতা পায় না বিচার,ধর্ষকেরা হাসে উল্লাসে।
ইদানিং ধর্ষণ হয়েছে আপগ্রেডেড  “গণধর্ষণ” বলে
কিন্তু আমি গণ শব্দের ঘোর বিরোধী,
“একপাল পশু কর্তৃক ধর্ষণ” বলার জন্য আমি
সভ্য সমাজের,রাষ্ট্রের প্রতি করছি দাবী।
ধর্ষণ বলতে আমরা শুধু একটা দিক বলি
আর অনেক কিছু বলতে নাহি রাজি,
নদী নালা খাল বিল পাহাড় পর্বত সবুজ বনবনানি
অহরহ ধর্ষিত হচ্ছে দিনে দুপুরে, ধর্ষিতা আজ বঙ্গ-জননী।
দুর্বলেরা ধর্ষিতা হয় সবলের অত্যাচারে প্রতিনিয়ত
দুর্নীতির মহাসমুদ্রে দেশ নিমজ্জিত,
ন্যায় নীতির আকালে দোষী হয় নিরাপরাধী

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পুকুর চোরেরা হয় সাধু সজ্জন,মান্যবর পুজিত।

 

ধর্ষণের বহু মাত্রিকতায় হিংসা দ্বেষ বিদ্বেষ লোভ,

 

 লালসা মোহ আজ যেন মহা ভাইরাস,

এ থেকে পরিত্রাণ পাবে কি দেশ মানব সমাজ?
কখনও কি দুর হবে,এ সব ঘৃনিত কারুকাজ?
আর কখনও কি মানুষ পাবে না ফিরে মানবতা
বিবেকবোধ,বুদ্ধি,ধৈর্য উন্নত মনন মানব সমাজ?
লজ্জিত কি হবে না জাতি,ধর্ম,বর্ণ,গোত্র কখনও
চিরতরে বন্ধ করবে কবে ধর্ষনের এই চাষ?
****************************

বাংলাদেশ সময়: ১১:২৭:৩০   ৭৭২ বার পঠিত   #  #  #  #  #  #