বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার  । ৫ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।  ১২ শাবান ১৪৪০  হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি ।১৯৩০ – ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করেন। ১৯৪৬ - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে। ১৯৪৬ - লীগ অব নেশনস গঠিত হয়। ১৯৫৪ - জামাল আব্দেল নাসের, মিশরের ক্ষমতা দখল করে। ১৯৭১ - কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন। ১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।

জন্মঃ ১৮০৯ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। ১৮৪৭ - হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী। ১৯৫৮ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

মৃত্যুঃ ১৯৫৫ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী। ১৯৫৯ - বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ। ১৯৬৩ - সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়। ২০০৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী। ২০১২ - এম এন আখতার - বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।

তথ্য সূত্র  অনলাইন

বাংলাদেশ সময়: ৭:১০:৩৪   ৪০৫ বার পঠিত