বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

ভারতের অমিত রায়ের সাথে প্রিমা

Home Page » বিনোদন » ভারতের অমিত রায়ের সাথে প্রিমা
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯



বঙ্গ-নিউজঃ  বাংলাদেশের প্রিমা ও কলকাতার অমিত রায় জুটি বেঁধে কাজ করলেন রোহান রাজ ও তিথির একটি গানে। নাট্য নির্মাতা সঞ্জীব দাস তাঁর প্রথম মিউজিক ভিডিওটির শুটিং করলেন ভারতের বিভিন্ন মনোরম লোকেশনে। সুবল দাসের চিত্র গ্রহণে ও পঙ্কজ শীলের কোরিওগ্রাফিতে কাজটি সম্পূর্ণ করলেন পরিচালক।

গানটির চিত্রায়ণে সার্বিকভাবে সহযোগীতা করেছেন ভারতের আলিশা এন্টারটেইনমেন্ট এবং এর স্বত্ত্বাধিকারী এস. কে. বিকি। বৈশাখের প্রথম দিনেই গানটি অবমুক্ত হল সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই মিউজিক ভিডিওটি নির্মাতা, দর্শক, শিল্পী যাঁরাই দেখেছেন তাঁরাই কাজটি প্রশংসা করেছেন। মনোরম শুটিং লোকেশন, সুদর্শন মডেল প্রিমা ও অমিতের অভিনয় নির্মাণে মুন্সিয়ানা সব মিলে সত্যিই একটি অসাধারণ কাজ হয়েছে।

পরিচালক বলেন-কতজন কাজটি দেখেছে বা দেখবে সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমি গুণী নির্মাতাদের প্রশংসা কুড়াতে পেরেছি এটাই আমাকে কাজের নতুন উদ্দীপনা যুগিয়েছে। মডেল প্রিমা বলেন- ভাল একটি কাজ করতে পেরেছি এজন্য পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ। সুযোগ পেলে আরো ভাল কাজ করবো দেশে ও দেশের বাইরে। ইতিমধ্যে যারা গানটি দেখেছেন তারা সবাই প্রশংসা করেছেন। যারা দেখেননি তাদের প্রতি গানটি দেখার অনুরোধ রইল।
অমিত রায় বলেন :: এইটা আমার প্রথম কাজ বাংলাদেশে। আমার বরাবরই ইচ্ছে ছিলো বাংলাদেশের সাথে কাজ করা। আলিশা ইন্টাটেনমেন্টের মালিক বিকিদার জন্য অবশেষে কাজটা করা হল। প্রতিটি ক্রিয়েটিভ মানুষ চাই কিভাবে তার কাজের দারা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে , অমিও চাই আমার কাজের দারা ইন্ডিয়ার মানুষের ভালোবাসার পাশাপাশি বাংলাদেশের মানুষের ও ভালবাসা পাই। এই কাজটা করে আমি মনের দিক থেকে সেটিজফাইড। এতটুকু বলতে পারি কাজটা যখন রিলিজ করবে অডিয়েন্স নতুন ধারার কিছু একটা দেখবে । কারণ এই কাজে কোরিওগারাফি করেছে ইন্ডিয়ার অনেক বড় কো রিওগারাফার পঙ্কজ শিল তিনি সম্পূর্ণ কাজে আমাকে অনেক হেল্প করেছেন আমি তার কাছে কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১:০৬:৫৯   ৯৪২ বার পঠিত   #  #  #