মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
বংশীকুন্ডা(উঃ) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল হোসেন মাস্টার আর নেই
Home Page » সারাদেশ » বংশীকুন্ডা(উঃ) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল হোসেন মাস্টার আর নেইস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ::ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন। সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা উত্তর বংশীকুন্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীন আ.লরীগ নেতা জামাল হোসেন মাস্টার আজ মঙ্গলবার সকাল সাতটায় ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে হার্ট অ্যাটাকে মধ্যনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকপ্রকাশ করেছে এলাকার সর্বস্তরের সাধারন জনতা।
পারিবারিক জীবনে স্ত্রীসহ এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।তিনি একাধারে রাজনীতিবিদ, স্কুল শিক্ষক এবং সমাজসেবক ছিলেন এবং একবার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এলাকাবাসী জানান,আমাদের মহেষখলা অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রাণের স্পন্দন। গরীর, দুঃখী,মেহনতী মানুষের পরম প্রিয় মানুষ ছিলেন জামাল হোসেন মাস্টার।
তাঁর পরিবারিক আত্নীয় মো.আব্দুর রাজ্জাক বঙ্গ-নিউজকে জানান, শারীরিক চিকিৎসা নেওয়ার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে ঢাকা থেকে ফেরার পথে মধ্যনগর এসে হটাৎ করে বুকে প্রচন্ড ব্যাথা অনুভূত হয়ে হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস করেন।আজ মঙ্গলবার বিকাল পাঁচটায় জানাযা শেষে কার্তিকপুর গ্রামের বরইবাড়ি কবরস্থানে মরহুমের লাশ সমাহিত করা হবে।মরহুমের আত্নার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের স্বজনেরা।
বাংলাদেশ সময়: ১০:৩০:১৩ ১৪৭০ বার পঠিত #bangla news #bd news #bongo-news #bongo-news.com #hot news #news 24 #online news #thikadar #বঙ্গ-নিউজ #বঙ্গ-নিউজ ডটকম #বাংলা নিউজ