শনিবার, ২৯ জুন ২০১৩

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আট সৈন্য নিহত

Home Page » বিশ্ব » থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আট সৈন্য নিহত
শনিবার, ২৯ জুন ২০১৩



tailand-300x202.pngবঙ্গ- নিউজ ডটকমঃ  রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আট সৈন্য নিহত হয়েছে।এক সূত্র জানায়, শনিবার ভোরে ক্রোংপিনাং এলাকায় এই বিস্ফোরণে আরো দুই সৈন্য ও দুই বেসামরিক লোক আহত হয়েছে।

সৈন্যরা রাতে দায়িত্ব পালন শেষে সেনাবাহিনীর একটি গাড়িতে করে আবাসস্থলে ফেরার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এক সেনা মুখপাত্র জানান, শক্তিশালী বোমা বিস্ফোরণে সেনা সদস্যদের বহনকারী গাড়িটি সম্পূর্ণ ধবংস হয়ে গেছে।

এই ঘটনায় দুই গ্রামবাসীও আহত হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ট্রাকটিতে দশ সৈন্য ছিল। এদের আটজন নিহত ও দুই জন আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইসলামপন্থী সন্ত্রাসী সংগঠনগুলো এর আগেও এ ধরনের হামলা চালিয়েছে।

নারাথিওয়াত প্রদেশে এক গ্রাম প্রধানসহ দুই মুসলিম পুরুষকে শুক্রবার বিকেলে গুলি করে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:১৪   ৩৮৫ বার পঠিত